How to Pass the JLPT N5 Exam.
(JLPT) Japanese Language Proficiency Test, NAT ( National Aptitude Test) Test
পরীক্ষায় পাশ করার সহজ উপায়।
JLPT |
১) ১-২০ অধ্যায়ের শব্দার্থ প্রতিদিন ২ বার রিভিশন দিন। সবচেয়ে ভালোহয় শব্দার্থগুলো audio থেকে বারবার শুনলে এবং অর্থ বলার চেস্টা করলে।
২) কানজিতে যাদের ভীতি কাটছেনা তারা বেছে বেছে ৮০-৮৫ টা কানজি পড়বেন। মনে রাখবেন, এই মুহুর্তে স্টোক অর্ডারের চেয়ে কানজি দেখে চেনাটা গুরুত্বপূর্ণ। তাই স্টোক অর্ডারের দিকে নজর দিতে গিয়ে অযথা সময় অপচয় করবেন না।
৩) যারা কুনইওমি এবং ওনইওমিরর ভয়ে কানজি পড়েন না তারা শুধুমাত্র কুনইওমি পড়বেন। মনে রাখবেন শুধু কুনইওমি পড়েলেও ৩০-৩৫ নম্বর পাওয়া যায়।
৪) গ্রামার নিয়ে ভাবছেন! আসুন গ্রামারগুলো একটু নিজের মত করে সাজিয়ে নেই। একে আপনি মনে রাখার সহজ উপায়ও বলতে পারেন।
Particla গুলো একত্রে সাজিয়ে নিন। যেমন- で particle এর ক্ষেত্রে...
a) যানবাহন ব্যাবহার করে কোথাও গেলে, আসলে ঐ যানবাহনের পর で বসে।
b) কোন মাধ্যম বা যন্ত্র দিয়ে কিছু করা বুঝালে ঐ মাধ্যমের পর で বসে।
c) অনুবাদের ক্ষেত্রে যে ভাষায় অনুবাদ করব ঐ ভাষার পর で বসে।
d) action of place অর্থাৎ স্থানে সরাসরি কাজ সংঘটিত হলে ঐ স্থানের পর で বসে।
e) জগৎ / তুলনা বুঝাতে で বসে।
৫) কোন বাক্যে প্রায় অর্থে সময় থাকলে তার পর ごろ বসবে। প্রায় অর্থে সময় না থাকলো ぐらい বসে।
৬) কোন বাক্যে あまり, まだ, ぜんぜん, なにも, だれも, どこも থাকলে ঐ বাক্যের verb সাধারনত negative হবে।
৭) কোন বাক্যে たい বা ながら থাকলে এদের পূর্বে verb এর Stem ( ますবাদে বাকি অংশ) হবে ।
জাপানিজ ভাষায় N5 এ চারটি form আছে এগুলো ভালোভাবে রপ্ত করুন।
৮) て form এর নিয়মটা এভাবে পড়ুন কোন বাক্যে ください, います, も いい ですか, は いけません এগুলো থাকলে এদের পূর্বে verb এর て form বসে।
৯) কোন বাক্যে দে কুদাছাই, নাকেরেবানারিমাছেন, নাকুতে মো ইই দেছ থাকলে তার পূর্বে verb এর NAI form হয় ।
১০) কোন বাক্যে mae ni, koto ga dekimasu, koto desu থাকলে তার পূর্বে verb এর DIC form হয়। উল্লেখ্য মায়ে নি এর পূর্বে noun থাকলে এদের মাঝে no বসবে, time থাকলে কিছুই বসবেনা।
১১) কোন বাক্যে atode, koto ga arimasu থাকলে তার পূর্বে verb এর TA form হয়। ই Adjective এর ক্ষেত্রে
• বর্তমান কালের হ্যা বোধক বাক্যে কোন পরিবর্তন হয়না।
• বর্তমান কালের না বোধক বাক্যে ই adjective এর ই উঠে কুনাই যুক্ত হয়।
• অতীতকালের হ্যা বোধক বাক্যে ই adjective এর ই উঠে কাত্তা যুক্ত হবে।
• অতীতকালের না বোধক বাক্যে ই adjective এর ই উঠে কুনাকাত্তা যুক্ত হবে।
• না Adjective এর ক্ষেত্রে না adjective এর পর noun থাকলে ঐ না adj এবং noun এর মাঝে না বসাতে হবে। যেমন -কিরেই না হিতো দেছ।
• না adj কে না বোধক করতে হলে না adj এর পর জা আরিমাছেন যুক্ত করতে হবে। যেমন- কিরেই জা আরিমাছেন।
বিবিধ...
※ কোন বাক্যে নারিমাছ এর পূর্বে verb, Na adjective, এবং Noun, থাকলে তাদের মাঝে নি হয়।
※ ই adj থাকলে ই adj এর ই উঠে কু যুক্ত করতে হয়।
※ কোন বাক্যে তো ওমোইমাছ, তো ইমাছ থাকলে তার পূর্বে plain form হয়।
※ কোন বাক্যে তোকি থাকলে verb er DIC form, NAI form, TA form হতে পারে, আবার তোকি এর পূর্বে ই adj এর ই, না adj এর না, Noun এর の হয়।
※ কোন বাক্যে রা থাকলে তার পূর্বে verb er plain past হবে।
※ কোন বাক্যে মো থাকলে তার পূর্বে verb er তে form, verb er nai formএর সাথে nakute, ই adj er ই উঠে কুতে, না adj er না উঠে দে, Noun er পর দে হবে।
লিখেছেনঃ বাবুল তালুকদার, জাপান প্রবাসী ছাত্র
FB ID Link: Babul Talukder
No comments