Do you know Japan?

"আসুন জাপানকে জানি" পর্ব-১



১) জাপানিজরা রাস্তা ঘাটে হর্ন বাজায় না এমনকি সাইকেলের বেল পর্যন্ত বাজায় না। পিছন থেকে সাইকেল ফুস করে বেরিয়ে যায় রিং না বাজিয়েই। অথবা পথ পরিবর্তন করে ফেলে।

২) এখানে বাসায় বসে উচ্ছস্বরে কথা বলা। নিষেধ। গান বাজনাতো ৭০ হাত দূরে থাকে।

৩) আজ অবধি পাশের বাসার টিভির শব্দ কানে আসেনি।

৪) ট্রেনে বসে মোবাইলে কথা বলা নিষেধ।

৫) জাপানিজদের কাছে সাহায্য চেয়েছেনতো বিপদে পরে গেলেন! যতক্ষন পর্যন্ত সমাধান দিতে না পারবে ততক্ষন পর্যন্ত সমাধানের চেষ্টা চালিয়েই যাবে।

৬) এরা খুব দরদ দিয়ে কথা বলে। কথার শেষে গো, নারে, রে যুক্ত করে।

৭) জাপানিজরা গলা ঝেড়ে উচ্ছস্বরে কাশেনা।

৮) এখানে চাকা বল সাবানের মত রান্না করা অনেক প্রকারের ভাতের চাকা কিনতে পাওয়া যায়। ঐ ভাতের চাকার ভিতরে মাছ/ মাংস/ মুরগীর ডিম/ মাছের ডিম ইত্যাদি থাকে।

লিখেছেনঃ বাবুল তালুকদার, জাপান প্রবাসী ছাত্র
FB ID Link: Babul Talukder

No comments

Powered by Blogger.