Japanese Languages Examination in Bangladesh

জাপানি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য বাংলাদেশে ৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এগুলো হলোঃ JLPT, JLCT, J-TEST, NAT-TEST. 
প্রতিটি পরীক্ষাই সমান গুরুত্বপূর্ণ।
JLPT: Japanese Language Proficiency Test বা JLPT পরিক্ষাটি অনুষ্ঠিত হয় বছরে ২ বার (July, December) মাসের প্রথম রবিবার। পরীক্ষাটি আয়োজন করে যৌথভাবে (Japan Foundation, Japan Embassy এবং JUAAB)
পরীক্ষার ফি: ১৮০০৳ থেকে ২০০০৳
যোগাযোগ: JUAAB অফিস, ইন্দ্রীরা রোড, ফার্মগেট, ঢাকা ৷
JLCT: Japanese Language Capability Test বা JLCT অনুষ্ঠিত হয় বছরে ৪ বার (March, June, September, December)। এটি JLPT সমমানের টেষ্ট। পরীক্ষার ফি: ২০০০৳
যোগাযোগ: ৯৩/এ, (৩ তলা), নিউ সার্কুলার রোড, মৌচাক, ঢাকা ৷
J-TEST: Japanese Test বা J-TEST অনুষ্ঠিত হয় বছরে ৬ বার (January, March, May, July, September, November.)। Daffodil University তে এটি হয়।
পরীক্ষার ফি: ২,১০০৳
যোগাযোগ: Daffodil Tower-5 (4/2, Shobhanbag, Mirpur Road, Dhanmondi), Level-5, Room No.-514, Dhaka-1207
NAT-TEST: এটি বহুল পরিচিত একটি পরীক্ষা। এটি বছরে ৬ বার অনুষ্ঠিত হয়ে থাকে (February, April, June, August, October, December.) এটি বাংলাদেশে Green University'র আন্ডারে অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফি: ৩০০০৳
যোগাযোগ: 220/D, Begum Rokeya Sarani, Dhaka-1207

No comments

Powered by Blogger.